স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর সন্দেহে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার সকালে উপজেলার চকপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কালিগঞ্জ বাজারের অমৃত বানিজ্য ভান্ডার থেকে ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল ডিজেল সহ ৪টি ব্যারেল পিকাপে তুলে তাড়া খেয়ে গোপালগঞ্জের দিকে চালিয়ে যায় চোরেরা। পথি মধ্যে চক পুকুরিয়া ব্রীজের নিকট পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি পড়ে যায় খালে। দূর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে চোর সন্দেহে ৪জনকে আটক করে।
আটককৃতরা হলেন, খুলনা বাগমারা এলাকার খলিল শেখের ছেলে আব্দুল আজিজ (৩০), শামচুল হকের ছেলে সাহেব আলী (৪৫), নিরালা এলাকার আঃ ছাত্তার আকনের ছেলে মিজান আকন (২৮)এবং ওমর আলী গাজীর ছেলে সুমন ইসলাম আজম(৩৫)। খবর পেয়ে ভাঙ্গারহাট ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত চোরগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।
পরে বাজারের ব্যবসায়ী অমৃত সরকার ঘটনাস্থলে গিয়ে পন্য সনাক্ত করে। অমৃত বানিজ্য ভান্ডারের সত্বাধিকারী অমৃত সরকার এই প্রতিবেদক কে বলেন- কয়েক মাস পূর্বেও আমার দোকান থেকে ৬ ব্যারেল সয়াবিন তেল চুরি হয়, যাহার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা, ঐ ঘটনাটি এই চোরেরাই ঘটিয়েছিল বলে আমার ধারনা। অন্য ব্যবসায়ী বাদল সমাদ্দর জানান- ৫/৬মাস আগে আমার দোকান থেকে ৪ ব্যারেল ডিজেল ও ১ ব্যারেল সয়াবিন তৈল নিয়ে যায় চোরেরা, এরাই সেই চোর বলে মনে হয় আমার।
এ ব্যাপারে কলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, চুরি করে পালানোর সময় এলাকার জনসাধারন চোরদের আটক করে মারপিট করে, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে চোরগুলো পুলিশের হাতে তুলে দেই।
এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের এস আই রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইগত বিষয় প্রক্রিয়াধিন।
Leave a Reply