মোঃ সবুজ মিয়া, বগুড়া: প্রতিটি পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
বুধবার (২৮ সেপ্টেম্বর)রাতে জেলার শেরপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
শহরের স্যান্নাল পাড়াস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আসন্ন সারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা দেওয়া হবে। বিশেষ করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তায় থাকবেন পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পূজায় যেকোন ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নে এবারের পূজা উৎযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সংগ্রাম কুন্ডু, অত্র জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সুমীর কুন্ডু, সাধারন সম্পাদক প্রদীপ কুন্ডু।
এছাড়া অন্যদের মধ্য পূজা উদযাপন পরিষদের নেতা ডা: অরুনাংশ মন্ডল, প্রকাশ সরকার, শুভ কুন্ডু প্রমুখ। উল্লেখ্য এবছর শেরপুর উপজেলায় ৮৮ টি পূজামণ্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে শেরপুর পৌরসভায় রয়েছে ৩১ টি পূজামণ্ডপ।
Leave a Reply