স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিড়ারবাড়ী গ্রামে এনজিও ঋণের চাপে গলায় ফাস দিয়ে ৩ সন্তানের জনক গুরুদাস দত্ত (৫০) নামক এক কৃষক আত্মহত্যা করেছে। সে এলাকার বিগিন্দ্রনাথ দত্তের ছেলে।
জানা যায়, এনজিও ঋণের চাপ সহ্য করতে না পেরে বুধবার দিবাগত রাতে বাড়ীর পাশে চালিতা গাছে গলা ফাস দেয় গুরুদাস।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সাধু দত্ত ঘটনাটি দেখতে পেয়ে নিহতের পরিবারকে জানায়। খরব পেয়ে ভাঙ্গারহাট ফাড়ি পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ভাঙ্গারহাট ফাড়ি ইনচার্জ ওমর শরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি, অপমৃত্যুর মামলা হবে।
Leave a Reply