বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলার আওলাই ইউপির শন্তাদিগর (ঢোলপাড়া) গ্রামের মোঃ আফসার আলীর মেয়ে মোছাঃ রাখিবা আক্তার (১৫) প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা যাওয়ার পথে কুসুম্বা ইউপির ফেচকারঘাট (খামারপাড়া) গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র বখাটে অটো রিক্সা চালক বেলাল হোসেন (৩০) মেয়েকে জোরপূর্বক তার অটো রিক্সাতে টেনে তোলে।
এ সময় গ্রামবাসীরা জানতে পেরে মেয়ে কে উদ্ধার করে এবং বখাটে যুবককে ক্লাব ঘরে আটক রাখে। পরে মেয়ের পিতা আফসার আলী বিষয়টি মাদ্রাসার শিক্ষক মন্ডলীকে জানালে তারা আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন বখাটে যুবক কে ২ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করলে থানা পুলিশ বখাটে যুবককে জেল হাজতে প্রেরণ করে। রাখিবা ফতেপুর চাটখুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।
Leave a Reply