স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণের আওতায়, ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভালো শিখন চিহ্নিত করণের লক্ষ্যে এইচএলপি নেটওয়ার্ক এবং জেন্ডার মেইনস্ট্রিমিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাপার্ড মিলনায়তনে, জেলা প্রশাসন গোপালগঞ্জ, সুইজারল্যান্ড সরকার এবং প্রিপ ট্রাস্ট এর সহযোগিতায়, বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প এনআইএলজি ঢাকা আয়োজনে,উক্ত কর্মশালায় গোপালগঞ্জ এবং মাগুরা জেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন ডিডি এলজি গোপালগঞ্জ আজহারুল ইসলাম। জেলা প্রশাসক গোপালগঞ্জ- জনাব শাহিদা সুলতানা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আরোমা দত্ত।
বিশেষ অতিথি ছিলেন, মহা পরিচালক বাপার্ড সৈয়দ রবিউল আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডেপুটি হেড অব মিশন এ্যাম্বাসি অব সুইজারল্যান্ড- মিস কোরিন হেনহোজ পিগানানি (ভার্চুয়াল), গ্লোবাল এ্যাডভাইজার এইচএলপি- শান্তনু লাহেরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ও মাগুরা জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
Leave a Reply