গোপালগঞ্জ প্রতিনিধি: পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও হেযবুত তওহীদের কর্মী সুজন হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করেন হেযবুত তওহীদ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন হেযবুত ওহীদের নেতা- কর্মীরা।
স্মারকলিপিতে সম্প্রতি পাবনা জেলায় উগ্রবাদী গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত হয়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে হামলা চালিয়ে হেযবুত তওহীদের কর্মী সুজনকে হত্যা সহ ১০ জনকে আহত করে। পরে এঘটনার প্রেক্ষিতে হত্যাকারী ও উক্ত হামলার ঘটনায় উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি এবং হেযবুত তওহীদ গোপালগঞ্জ জেলা শাখার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো বন্ধ সহ হেযবুত তওহীদের সকল নেতাকর্মীদের জানমালের
Leave a Reply