স্টাফ রিপাের্টার: গােপালগঞ্জের কােটালীপাড়ায় অবৈধ বিদ্যুৎ এর তার জড়িয় ৪ সন্তানের জনক বাদশা মল্লিক (৪৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার বানারঝাড় গ্রামের আকুব আলী মল্লিকের ছেলে। শুক্রবার (৯ সেপ্টম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাদশা প্রতিদিনের ন্যায় রাতে মাছ শিকার করতে মাঠে যায়। অসাবধানতা বশত, এলাকার মােফাজ্জলের মিটার থেকে বাশবাড়িয়ার হাবিব তালুকদারের মৎস্য ঘরে নেয়া অবৈধ্য বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে তার মৃত্যু হয়। সকালে দেখে স্থানীয় জনতা ঘটনাটি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গােপালগঞ্জ মর্গ প্রেরণ করে।
এ বিষয়ে কাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার কান্তি মধু জানান, বিদ্যুৎ এর তার জড়িয়ে মৃত্যু হয়েছে। আপােষের জন্য প্রস্তাব দিয়েছি, এখনও সুরাহা হয়নি।
Leave a Reply