সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দুইজনের নিকট থেকে গাঁজা ও একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গােপন সংবাদ পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভজিৎ পালের নেতৃত্বে একদল পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করে।
আটককৃতরা হলাে- পশ্চিম বাহিরদিয়া গ্রামের আলী আকবর শেখের ছেলে আরাফাত হােসেন (২৫), একই এলাকার আসরাফ শেখের ছেলে মিরাজুল শেখ (৩৫) ও রুপসার গায়ালবাতান গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুমন হাওলাদার (২৮)।
এসময় তাদের কাছ থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply