মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ২০২২-২০২৩ আর্থিক সালে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ০৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে ০৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় মুন্নাপাড়া ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার হোসেন বলেন, সরকারের রাজস্ব বাজেটের আওতায় ১(এক) লক্ষ টাকার ৪০০ (চারশত) কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরমধ্যে ৪০ কেজি নদীতে এবং ৩৬০ কেজি বিরামপুর চরকাই মৎস্যবীজ উৎপাদন খামারে বিভিন্ন মৎস্য সমবায় সমিতি ও মৎস্যচাষীদের মাঝে ২০ কেজি পোনামাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল আলম মেজবা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেস ক্লাবে সভাপতি আকরাম হোসেন, উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ।
Leave a Reply