স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবাধে চলছে শামুক নিধন, এতে নিরব ভুমিকা পালন করছে প্রশাসন।
সরজমিনে দেখা যায়, উপজেলার লখন্ডা বিল সহ আশপাশের বিল থেকে ছোট ছোট নৌকা ও কৃষ্ণ বালার ট্রলারে শামুক এনে রামনগর বাজারের পাশে সড়কে বস্তায় ভরে ফড়িয়াদের মাধ্যমে উঠানো হচ্ছে ট্রাকে। পরে তা পাচার করা হয় চিতলমারী, ফকিরহাট, বাগেরহাট, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে।
এভাবে প্রতিদিন কয়েক শ মন শামুক চলে যাচ্ছে এ জনপদের বিল থেকে। এতে চরম শংকা দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের।
লখন্ডা নিবাসী শামুকের ফড়িয়া দীনেশ তালুকদার সাংবাদিকদের বলেন- আমরা পুলিশের সাথে কথা বলে এই ব্যবসা চালাই, প্রতিদিন শতাধিক বস্তা শামুক ট্রাকের মাধ্যমে রামনগর থেকে ফকির হাট চালান করি আমি। ঢাকা মেট্রো-ট, ১৫-০৭৩৭ নম্বর ট্রাকের চালক মানিক টিকাদার জানান- রামনগর থেকে ফকিরহাট বটতলা বাজার পর্যন্ত শামুক পৌছে দেওয়ার দায়িত্ব আমার, আমি নিজ দায়িত্বে পৌছে দেই, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ ট্রাকে শামুক বহন করে আসছি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- শামুকের বিষয়টি দেখে মৎস্য বিভাগ, এ বিষয়ে তাদের ওখানে একটা প্রকল্পও আছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান- শামুক সংরক্ষনের জন্য আমরা সাধারন জনগনকে উদ্বুদ্ধ করছি, এ বিষয়টি আমাদের আইনের মধ্যে পড়ে না।
Leave a Reply