স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার প্রস্তুতি। আগামী ১৩ আশ্বিন ১৪২৯ বাংলা তারিখে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মায়ের আরাধনা।
এ উপলক্ষে মন্দিরে মন্দিরে খড়কুটো, কাঠ-বাশ দিয়ে মুর্তি বানানোর পর সম্পন্ন করা হচ্ছে মাটির প্রলেপ। অনেক মন্দিরে চলছে শুকানোর কাজ। সম্পূর্ণ শুকানো হয়ে গেলে নানান বাহারি রংয়ের ছোয়ায় সাজানো হবে দূর্গা মাকে, এমনটাই জানিয়েছেন কোটালীপাড়া কেন্দ্রীয় কালিমন্দিরের দূর্গা গড়ার কারিগর রবি পাল।
এছাড়াও আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে গ্রামে গঞ্জে বইতে শুরু করেছে সাজ সাজ রব। ঘরে ঘরে চলছে, পিঠা পুলি তৈরির আয়োজন। কেউবা প্রস্তুতি নিচ্ছেন নতুন পোশাক ও আসবাব পত্র ক্রয়ের কাজে। সব মিলিয়ে পুরো উপজেলায় বইতে শুরু করেছে আনন্দ মুখর পরিবেশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস এই প্রতিবেদককে বলেন, এ বছর প্রায় ৩শত মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, প্রশাসন এখনও প্রস্তুতিমূলক সভা আহ্বান করে নি, পূজা উপলক্ষ্যে কোথাও কোন অপ্রীতকর ঘটনার খরব পাওয়া যায় নাই।
Leave a Reply