সেলিম শেখ, ফকিরহাট: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর সাবেক ডিপুুটি ইঞ্জিনিয়ার আলহাজ্ব তামজীদুর রহমান এর সার্বিক পৃষ্ঠপােশকতায় ফকিরহাটের লখপুর কেদ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে ‘খতমাতুল ইসলাম মহিলা মাদ্রাসার’ নির্মাণ কাজের শুভ উদ্বােধন অনুষ্ঠান শনিবার ১২টায় অনুষ্ঠিত হয়।
খুলনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাক্ষ মওলানা মােঃ জাফরউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মওলানা আঃ মাহবুদ সাহেব।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, একটা জাতী বা সমাজ কে উন্নয়ন তরাম্বিত করতে প্রয়ােজন শিক্ষা আর এই শিক্ষা যদি নারীদের দেওয়া যায় সেটা কল্যানকর। একটা মা পার তার সন্তানকে পারিবারিক শিক্ষা, নৈতিকতা শিক্ষা এবং দেশ ও জাতীকে কল্যানমুখী শিক্ষায় শিক্ষিত করতে। নারীদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের নানা কু-সংস্কার ও সমাজ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই উদ্দােগ নিয়ছি। আবু বক্কর মহিলা মাদ্রাসার সুপার মওলানা মােঃ ওমর ফারক এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মও. আঃ হাই, মােঃ বােরহান উদ্দিন, মােঃ সাইফুল্লাহ, মােঃ মেহদী হাসান, মােঃ জাকারিয়া, মুফতী আবুল হাসানসহ স্থানীয় আলেম ওলামা ও গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply