স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০নং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন খান কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদারাসা কমিটির রেজুলেশন জালিয়াতির মাধ্যমে বালু ভরাট প্রকল্পের ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে এখন রয়েছেন কারাগারে।
গত বুধবার উক্ত মামলায় তিনি কোটালীপাড়া আমলী আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল উক্ত ইউপি সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, মাদরাসা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন খান কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায় অত্র মাদরাসার কবর স্থান, মাঠ, ডোবা ও পুকুর ভরাট করার জন্য প্রকল্প দাখিল করলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়।
পরে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রতিষ্ঠানটির সভাপতি আঃ মজিদ খান ও কমিটির অন্য সদস্যদের স্বাক্ষর জাল করে ২২ আগষ্ট ২০২১ ইং তারিখে ভুয়া রেজুলেশন দাখিলের মাধ্যমে প্রকল্পের ৩০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ব্যাপারে মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান খান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- সিআর ৮২/২২, তাং- ২৭/০২/২২ইং।
উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ বাদশা মিয়া খান সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর মেম্বর সভাপতির স্বাক্ষর জাল করে ৩০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে, এ ছাড়াও সে ২০২০-২১ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় অত্র মাদরাসার উন্নয়ন প্রকল্পের প্রায় দেড় লক্ষ টাকা কোন কাজ করে নাই।
মাদরাসা কমিটির সহ সভাপতি আঃ মজিদ খান জানান, মেম্বর জাহাঙ্গীর কাউকে কিছু না জানিয়ে একা একা ভুয়া রেজুলেশন জমা দিয়ে সরকারি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে, হিসাব চাইতে গেলে বলে অপমান করব।
কালারবাড়ি জামিয়া ইসলামিয়া কওমী মাদরাসার সভাপতি আঃ মজিদ খান বলেন, জাহাঙ্গীর মেম্বরের বানানো রেজুলেশনে আমি স্বাক্ষর করি নাই, ওটা আমার স্বাক্ষর না।
Leave a Reply