মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘এক কোটি পরিবারের’ কাছে কম দামে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডে মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ।
দিনাজপুরের বিরামপুর উপজেলা ৪নং দিওড় ইউনিয়নে ৩১শে আগষ্ট (বুধবার ) ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২২০০ ( দুই হাজার দুইশত) কার্ডের পণ্য বিক্রয় করা হয়।
মেসার্স এইচ আর ট্রেডার্স আঃ হামিদ ঝানজার ঈদগা মাঠে ও মেসার্স আসলাম ট্রেডার্স আসলাম হোসেন বাবু বেপারীটোলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে চিনি ১ কেজি দাম ৫৫/- টাকা, মশুরের ডাল ২ কেজি দাম ১৩০/- টাকা, সয়াবিন তেল ২ লিটার দাম ২২০/- টাকা মোট ৪০৫/- টাকা টিসিবি পণ্য বিক্রয় করেন।
এময় উপস্থিত ছিলেন, ৪নং দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ১,২,৩ নং ইউপি সদস্যা ফেন্সিআরা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যা নাসু, ডিলারের পক্ষে মুক্তার, সিরাজুল ইসলাম, আবু এবং গ্রাম পুলিশ প্রমুখ।
চেয়ারম্যান আঃ মালেক মন্ডল বলেন, ৪নং দিওড় ইউনিয়নের দরিদ্র, গরিব কৃষক, নিম্ন আয়ের মানুষের মাঝে আমি ২২০০ ( দুই হাজার দুইশত) টিসিবি কার্ড বিতরণ করেছি যার ফলে ইউনিয়নের মানুষ কম মূল্য পন্য ক্রয় করতে পারিতেছে। এতে করে ইউনিয়নের মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনিভাবে আমারও খুব লাগছে।
এছাড়াও তিনি, ৪নং দিওড় ইউনিয়নের প্রতিটি ওর্য়াডের, মহল্লায় মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দিন-রাত সেবা ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।
Leave a Reply