মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া এলাকা থেকে ১কেজি গাঁজাসহ মোঃ রাজু আহম্মেদ (৩০), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে ডিবিপুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছেন।
আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রাহিরঘাট এলাকার আনোয়ার মোল্যার ছেলে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অভয়নগর উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মাদকের লেনদেন করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার বিকাল ৪:৪৫ টায় বাগদাহ পশ্চিমপাড়া এলাকার খালেক বিশ্বাসের বাড়ির সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে রাজু আহম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীর কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
Leave a Reply