সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার শুভদিয়া মালুর কাটাখালী খালের অবৈধ নেট-পাটা অপসারণ করা সহ ভেড়িবাধ কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন হস্তক্ষেপে খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ বছর ধরে স্থানীয় স্থানীয় কয়েকজন ব্যক্তি খালটি দখল করে ছিল।
স্থানীয় কয়েকজন জানান, সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না। মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানি সরাতে পারত না।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাল উন্মুক্ত করায় এলাকাবাসী খুশি হয়েছেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস সহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
Leave a Reply