স্টাফ রিপোর্টার: শেষ হল গোপালগঞ্জের কোটালীপাড়ার শ্রী শ্রী গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম পাড়কোনা মন্দিরের ৪ দিন (অষ্ট প্রহর) ব্যাপি চলা শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে উক্ত নাম য্জ্ঞানুষ্ঠান এক টানা চলে সোমবার ভোর পর্যন্ত।
উক্ত নাম যজ্ঞানুষ্ঠানে এ বছর-বাবা লোকনাথ, ভবা পাগলা, ভব তরন, ব্রজের মাধুরী, জয় গোপাল এবং সত্য সনাতন সম্প্রদায় সহ ৬টি দল নাম সুধা পরিবেশন করেন। অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে বলে ধারনা করেন আয়োজক কমিটি। আগত সকল ভক্তদের মাঝে বিতরন করা হয় প্রসাদ।
শ্রী শ্রী গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম পাড়কোনা মন্দির কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রফেসর গৌরঙ্গলাল চৌধুরী, শুভাষ বালা প্রমূখ।
Leave a Reply