ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই কিশোর উপজেলার বাগজানা ইউনিয়নের গাফ্ফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও টিটুর ছেলে আরিফুল ইসলাম (১৪)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (২১ আগস্ট) সকালের দিকে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার জিনিস আনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে কেউ ছিলনা। এই সুযোগে গ্রেপ্তারকৃত দুই কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি রক্তাত্ব অবস্থায় বাড়ী ফিরে বিষয়টি তাঁর মাকে জানালে শিশুটির অবস্থা আশঙ্কজনক দেখে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং সবশেষ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক ছিলো। এদিকে ঘটনার পর থেকে পুলিশ বিরতীহীণ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই কিশোর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
Leave a Reply