মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে কাউকে বাদ দিয়ে নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় উপজেলা বিআরবি হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিষ্টিয়ান এইডের অর্থায়নে আর প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।
গোদাগাড়ী এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি আলমগীর কবির তোতার সভাপতিত্বে উদ্ভাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন,প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বকারী মানুয়েল টুডু, সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ ও উপজেলা সহায়ক জালালউদ্দীন প্রমূখ। প্রশিক্ষণে উপজেলা আদিবাসী, দলিত সম্প্রদায়,শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ মোট ২৫ জন অংশ গ্রহন করছে।
Leave a Reply