মো.হারুনুর রশিদ, কচুয়া : চাঁদপুরের কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ আলম প্রধানকে মুঠোফানে হত্যার হুমকির প্রতিবাদ বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুর কচুয়া উত্তর বাজারস্হ পল্টন ময়দান এলাকায়,৮নং ওয়ার্ড বাসীর উদ্যোগে হুমকিদাতা লিটন চৌধুরীকে আগামী ৭২ ঘটার মধ্যে গ্রেফপ্তার ও শাস্তির দাবিত এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশ বক্তব্য দান কাউন্সিলর মাসুদ আলম প্রধান, স্থানীয় অধিবাসী আব্দুল হানান হানু ও বিল্লাল হাসান।
কাউন্সিলর মাসুদ আলম বলেন,গত ১৭ আগষ্ট কচুয়ার নোয়াগাঁও গ্রামের জনক লিটন চৌধুরী তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি প্রদর্শন করেন।
তিনি আরোও বলেন, লিটন চৌধুরী বিগত দিন একজন বাসের হেলপার ছিলেন, বর্তমান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। তিনি আমাক হত্যার হুমকি দেওয়ার সাহস কোথায় পেল। আমি বিষয়টি তদন্ত পূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
Leave a Reply