স্টাফ রিপোর্টার: ২১ শে আগস্ট ২০০৪, বিএনপি জামাতের মদদে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ কর্তৃক বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করার লক্ষ্যে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় এ কর্মসূচি আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
এ উপলক্ষ্যে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে পথসভায় মিলিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, পিঞ্জুরি ইউপি চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সাবেক ভাইস চেয়ারম্যন বিআরডিবি চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, হিরণ ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্নাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply