স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- র্যালী, ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও পুজা।
শুক্রবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের
উদ্বোধনী ঘোষণার পর এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্বজনিন কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। পরে আগত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও পুজার মধ্য দিয়ে দিনের কর্মসুচি শেষ হয়।
জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের পরিচালনায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখা ও কোটালীপাড়া সার্বজনিন কেন্দ্রীয় কালিমন্দির উক্ত অনুষ্ঠান আয়োজন করেন।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলার শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র হাজী কামাল হোসেন শেখ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক পৌরমেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক সভাপতি কোটালীপাড়া পুজা উদযাপন পরিষদ মাইকেল হিরোহিত বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাদের আলী মিয়া, গৌরাঙ্গ লাল চৌধুরী, ল²ি সরকার, লিলা দাস, জয়ন্ত ঘরামী,
হিমাংশু বাড়ৈ, মনোতোষ বৈদ্য প্রমুখ।
Leave a Reply