মো.হারুনুর রশিদ, কচুয়া: ১৭ই আগাস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে, ওই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে, চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে, বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বিক্ষোভ মিছিলটি কচুয়া বিশ্বরোডসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে, পরে কচুয়া পল্টন ময়দানে সমাবেশে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুগ্ম সাধারন সম্পাদক ডা.মাসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, সদর দক্ষিন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর ৩নং বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক নিজাম মিয়া প্রমুখ।
এসময় বিক্ষোভ মিছিল ও পথসভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply