মো.হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলা পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামের চুরি, ডাকাতি, ছিনতাই এবং সম্পত্তির সংক্রান্তে জেরে অপরাধ রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম চৌধুরী সিনিয়র সহকারী পুলীশ সুপার, কচুয়া সার্কেল, চাঁদপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মহীউদ্দীন, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিব মজুমদার জয়।
বক্তব্যে বক্তারা বলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়ায়, মহল্লার মধ্যে, বিভিন্ন কলাকৌশলে চুরি, ছিনতাই ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ মূলক ঘটনাগুলোকে রোধকল্পে, আমরা আশাবাদী আপনারা অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনারা গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ যদি, আমাদের এসমস্ত অপরাধ মূলক কাজ গুলোকে রোধ করতে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই সকল অপরাধ গুলোকে আমরা পরিসমাপ্তি করতে সক্ষম হবো। তাই প্রত্যেকটি ইউনিয়ন ও এলাকার লোকজন আমাদের সহযোগিতা করবেন বলে আশাবাদী।
Leave a Reply