সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, উপজেলা প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, আউট অব স্কুল চিলড্রেন কর্মসূটির সূখী মানুষসহ বিভিন্নসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে ইতিহাসের নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ধসঢ়; মো. মহিবুল্লাহ, কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক -শিক্ষার্থী সহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply