স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ লক্ষ ৫০ হাজার টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করে তাহা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলার ঘাঘর বাজার মেসার্স সবুজ স্টোরে অভিযান চালিয়ে এ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময় জাল বিক্রেতা বাবুল খান (৪৫) কে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, মেসার্স সবুজ স্টোরের মালিক বাবুল খান দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ এ চায়না জালের বেচাকেনা করে আসছিলেন।
Leave a Reply