স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেল ৩ শত বীর মুক্তিযোদ্ধা। গত শনি ও রবিবার উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় জীবিত ও মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক সরদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা রোমান শিকদার প্রমুখ।
Leave a Reply