মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়া জেলার পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। শোকের মাস আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মরণে পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ায় উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু কর্নার।
অনাড়ম্বর অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারটির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের মান্যবর ডিআইজি মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত বঙ্গবন্ধু কর্নারটি দুর্লভ আলোকচিত্র, বই, উক্তি ও ডিসপ্লেতে সুসজ্জিত। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিচ্ছেদ্য নাম। তাঁর বজ্রকণ্ঠ ও নেতৃত্বের তর্জনী পাকিস্তানি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ফলে জন্ম নেয় স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
এদেশের জন্ম প্রক্রিয়া সহজ ছিল না। আন্দোলন ও রক্তের বিনিময়ে ২৪ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাঙালি জাতি উপনীত হয় মহান মুক্তিযুদ্ধে। দুই যুগের সংগ্রামের প্রতিটি বাঁকে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নের ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ অভ্যুত্থানে উত্তাল বাঙালি জনতাকে বঙ্গবন্ধু তাঁর অননুকরণীয় নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছেন।
বাঙালি জাতির স্বাধীকার আন্দোলনের দিকে চালিত করেছেন। স্বাধীনতাপূর্ব এ সকল ইতিহাস ফুটে উঠেছে বগুড়া জেলা পুলিশ কর্তৃক নির্মিত বঙ্গবন্ধু কর্নারে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করেন।
অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে দেশকে গড়ে তোলার সূচনা করেন। ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি সময় পেয়েছিলেন অল্প। কিন্তু এই সময়ের মধ্যেই বাংলাদেশকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ১৯৭৪ সালে তিনি প্রথম বাঙালি রাষ্ট্রনায়ক হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য রেখেছিলেন।
চর্যাপদ, মঙ্গলকাব্য, রবীন্দ্রনাথ-নজরুলের গর্বের বাংলা ভাষা সেদিন পৃথিবীর বুকে নতুন আলোয় উদ্দীপিত হয়েছিল৷ এ ইতিহাসও আছে বঙ্গবন্ধু কর্নারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করা দিকনির্দেশনা মূলক বিভিন্ন বক্তব্য শোভা পাচ্ছে বঙ্গবন্ধু কর্নারের দেয়ালে।
রয়েছে বঙ্গবন্ধুর লেখা ৩টি বইসহ বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বরেণ্য লেখকদের লেখা এক ঝাঁক বই। বঙ্গবন্ধু কর্নারটির দেয়ালটি বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায় ও কীর্তির আলোকচিত্র দ্বারা সুসজ্জিত। যা নবীন প্রজন্মের জন্য গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি মহোদয় বঙ্গবন্ধু কর্নার নির্মাণের জন্য বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply