মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাঝে ছিল শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ এবং আলোচনা সভা।
সকালে উপজেলা পরিষদের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা,পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুস্প স্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ ও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাফফার আহমেদসহ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।
প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন, শেখ কামাল ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা। বহুমাত্রিক ও সৃষ্টিশীল প্রতিভার এ মানুষটির ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথা আজও দেশবাশী স্মরণ করেন। তার সৃষ্টি আবাহনী ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখে।
Leave a Reply