মো.হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫আগস্ট শুক্রবার স্বাধীনতার মহান স্হপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মুহুর্তে প্রথমে শেখ কামালের স্হপতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন বীর মুক্তিযোদ্ধাগন।
পরে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতিচারণ অনুষ্ঠান এবং যুব উন্নয়নের উদ্যোগে গাছের চারা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হাসান,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মহীউদ্দীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল আলম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মো জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক এবং উপজেলা প্রশাসনের সকল কর্মরত কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply