স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পর্শে নূর ইসলাম খান (৫০) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলামের মাছের ঘের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের তাছেন খানের ছেলে।
জানা যায়, নিহত নুর ইসলাম খান ডুমুরিয়া গ্রামে রফিকুল ইসলামের মাছের ঘের পাড়ে গরু লালনপালন করতেন। গোয়ালঘর পরিষ্কারের জন্য মটরে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান- মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply