ফারহানা আক্তার, জয়পুরহাট: গত ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে জয়ী মেয়র এবং সকল কাউন্সিলরদের বিশাল সংবর্ধণা প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যারাতে পাঁচবিবি পৌর সুপার মার্কেট চত্বরে কাপড় ব্যবসায়ী সংগঠন গণসংবর্ধণার আয়োজন করেন।
সংগঠনের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন মাকেঁটের সকল দোকানদারগণ।
সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের নির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সকল দোকানদারদের উদ্যেসে বলেন, আপনারা আগে ভাঁঙ্গা-জড়ার্জিণ আঁধা-পাকা ঘরে ব্যবসা করেছেন। আপনারা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন সেজন্য আধুনিকমানের সুপার মাকেঁট নির্মাণ করে দিয়েছি। নির্বাচনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সেজন্য আমিও সুখে-দুখে আপনাদের পাশে থাকব বলেন, নবনির্বাচিত মেয়র হাবিব।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ,লীগের সাঃ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী তাইজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ নাজিবুল্লা, সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সোহাগসহ মাকেঁটের সকল দোকানদার ও নবনির্বাচিত পুরুষ-মহিলা কাউন্সিলরগণ।
Leave a Reply