সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে নদী-খালে সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি উচ্ছেদ
অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাথলীর কালীগঙ্গা খালের পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে স্থাপন করা বাঁশের পাটা অপসারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, মাঠ সহায়ক সাব্বির হোসেন শুভ সহ
অন্যরা।
এদিকে, বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে যুগিখালী খালে বিশেষ অভিযান পরিচালনা করে ওই খালে বিভিন্ন স্থানের অবৈধ্য জাল-পাটা অপরাসণ করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া জাল পুড়িয়ে দেয়া হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম সেজা সহ মডেল থানা পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, নদী বা খালে অবৈধ্য জাল-পাটা অপসরণ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply