ফারহানা আক্তার, জয়পুরহাট: কাউন্সিলর পদে টানা ৫ম বারের মতো নির্বাচিত হওয়ার পরে নির্বাচনী এলাকায় ঘোড়ারগাড়িতে চড়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন নবনির্বাচিত কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু। তাঁর প্রতীক টেবিল ল্যাম্প। তিঁনি জয়পুরহাট পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬নং ওয়ার্ডে আনিছুর রহমান বাচ্চু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এদিকে ৫ম বারের মতো আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোড়ারগাড়িতে চড়ে নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসয়ম শতাধিক মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে একটি বিজয় শোভাযাত্রা করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ৬নং ওয়ার্ডে ১৭১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এরমধ্যে আনিছুর রহমান বাচ্চু টেবিলল্যাম্প মার্কায় ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মাসুদ রানা ডালিম মার্কায় ৩৫০ ভোট পেয়েছেন।
Leave a Reply