ফারহানা আক্তার, জয়পুরহাট: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে রবিবার দুপুরে উপজেলার হরিহরপুর গ্রামে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত অফিস ভবন শুভ উদ্বোধন করা হয়।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে নবনির্মিত অফিস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এনামুল হক প্রামানিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যড: সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি, জয়পুরহাট জেলার এসপি সার্কেল ইশতিয়াক আহমেদ,জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম আব্দুল কুদ্দুস, নির্বাহী প্রকৌশলী নাফিউল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,উপজেলা আ-লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল ও পাঁচবিবি পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার আব্দুল বারী প্রমুখ। সভার পূর্বে ফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
শেষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, প্রায় সাড়ে ১০কোটি টাকা ব্যয়ে নির্মিত হল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ভবন । এখানে গ্রাহক সংখ্যা ৭৬ হাজার। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে পাঁচবিবি উপজেলা।
Leave a Reply