ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী নয়নকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনছের আলীর ছেলে মো.নয়ন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোহারা দামপাড়া গ্রামে ২০০২ সালের ৯ নভেম্বর শনিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে মো. নয়ন তার স্ত্রী রেশমা ওরফে ফুরকুনিকে লাঠি দিয়ে পিটিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। প্রতিবেশীরা রেশমাকে পুকুর থেকে উদ্ধার করে। এসময় স্বামী নয়ন আরও ক্ষিপ্ত হয়ে পুনরায় পরের দিন তাকে মারপিট করলে ১০ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে গৃহবধুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আবীর মন্ডল বাদী হয়ে ১০ নভেম্বর পাঁচবিবি থানায় এক জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুস সাত্তার ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্য শেষে ৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য নিয়ে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
মামলার রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ( পিপি)। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মো. হাসান আলী ও মো. আবু কাইছার।
Leave a Reply