মোঃ জাহিদ, কুয়াকাটাঃ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অনুমান ৩০০ গজ (ট্যুরিস্ট পুলিশ বক্সের পশ্চিম- দক্ষিণ কোনে) পশ্চিম- দক্ষিণ কোনে সমূদ্রের মধ্যে গসলে নেমে নাহিয়ান মাহাদি নাফী(১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়। মৃত্যু নাহিয়ান মাহদী নাফি হাজী আঃ নাজিম উদ্দীন এর একমাত্র ছেলে।
নাহিয়ান মাহদী নাফি (১৮) আবুল হাসানাত রোড ২৭/১, বংশাল তার বাবা ও বোনের সাথে একত্রে বসবাস করেন, বাবা ক্যান্সার রোগে অসুস্থ থাকায় মন ভালো করার জন্য ঢাকা থেকে নিকট আত্মীয় খালা, মামা, বোন, সহ ২৩ জন স্বজনদের সাথে শুক্রবার সকাল ০৭ঃ০০ ঘটিকার সময় ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে আসে এবং হোটেল সমূদ্র বাড়ি রিসোর্ট এর দ্বিতীয় তলায় ওঠেন।
শুক্রবার বেলা অনুমান ১.০০ ঘটিকার সময় সঙ্গয়ী নিকট আত্মীয় স্বজনদের সাথে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন সমূদ্রে গোসল করতে নামে।
গোসল করার এক পর্যায়ে ভিকটিম নাহিয়ান মাহাদি নাফীকে দেখতে না পেয়ে তারসাথে থাকা আত্মীয় স্বজনরা খোঁজাখুজি শুরু করে এবং দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ বক্সে এসে জানায়।
ট্যুরিস্ট পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায়, একপর্যায়ে সী বিচের ভাঙ্গন রোধে ব্যবহৃত দুইটি জিও ব্যাগের মাঝে পানিভর্তি গর্তের মধ্যে পরে ডুবে যায় এবং অনুমান ১৪ঃ৩০ ঘটিকার সময় তাকে খুঁজে পায়। তাৎক্ষণিকভাবে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply