শাহ আলম মিয়া, কোটালীপাড়াঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজি বাইকের চাঁপায় মারিয়া খানম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
সে উপজেলার গোপালপুর গ্রামের আবু হুরায়রার মেয়ে। ২২ জুলাই সকাল ১০টায় কোটালীপাড়া ধারাবাশাইল সড়কের গোয়ালংক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশুটি মামা বাড়ী গোয়ালংক গ্রামে বেড়াতে এসে এ দূর্ঘটনার শিকার হয়। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
Leave a Reply