ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দহতপুর এলাকার দুটি পুকুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বিষ প্রয়োগে প্রায় ২৫লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুস্কৃতিকারীরা।
পাঁচবিবি থানায় অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার ধুরইল গ্রামের ইলিয়াছ হোসেন দহতপুর গ্রামের প্রায় চার বিঘার দুটি পুকুর লিজ নেন। প্রায় ১১লক্ষ টাকার শিং, গোলশা(টেংরা) ও বাংলা প্রজাতীর মাছ ছাড়েন। বর্তমানে মাছের বিক্রয় মূল্য ২৫লক্ষাধিক টাকারও বেশী। রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতা মূলক বিষ প্রয়োগ করে।
বুধবার সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছ ভাসতে দেখে তিনি স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলকে জানান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, তিনি অভিযোগ পেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply