শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, মাসুম আলী সরদার (২৪) ও তার স্ত্রী লিমা খাতুন (১৮)। ঈদের এক সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছিল।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে অতিথি পুলিশ সুপার নওগাঁ সদর সার্কেলে রাকিবুল হাসান ইবনে রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। এবং স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply