সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে ৭০০গ্রাম গাজা সহ আমিরুল মোড়ল (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই আবুল হাসেম, এসআই আকরাম হোসেন ও এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ সংগীয় ফোর্স সাতবাড়িয়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
এসময় তার নিকট থাকা ৭০০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। সে সাতবাড়িয়া গ্রামের অলিয়ার মোড়লের ছেলে।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply