মোল্যা মহিউদ্দিন, কোটালীপাড়াঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত এর বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ এনে উপজেলায় কর্মরত ৩৬জন স্বাস্থ্য সহকারী গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন।
টুপরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গত জুন মাসে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৭৩জন মাল্টিপারপাস ভলান্টিয়ারের কাছ থেকে ২ লক্ষ ৭৩ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন।
তিনি আরোও উল্লেখ করেন- ঐ কর্মকর্তা সকল স্বাস্থ্য সহকারীর কাছ থেকে করোনা ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সম্মানি ভাতা থেকে ২০% করে উৎকোচ নিয়েছেন। এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন বলে উল্লেখ করেন হাফিজুর রহমান।
সে সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাঃ নন্দা সেন গুপ্ত তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান। এরই প্রতিবাদে ১৬ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এক মানববন্ধন আয়োজন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম মোল্লা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক টুকু বিশ্বাস, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক ঝর্ণা আক্তার, স্টোর কিপার কামরুল ইসলাম, নার্স সুপার ভাইজার আবেদা সামচুন্নাহার, সিনিয়র স্টাফ নার্স মমতা রানী রায়, সিএইচ সিপি নাজমুল হুদা প্রমুখ।
Leave a Reply