গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট, উপন্যাসিক এবং ভেষজ গবেষক মোঃ আহছান উল্লাহ’র আশু রোগমুক্তি কামনায় শনিবার বিকেল ৫টায় বরিশালের গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন খান।
শনিবার বিকেল ৫টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল, বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সহ-সভাপতি এইচ.এম নাসিন উদ্দিন, সহসম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি লোকমান হোসেন রাজু, যুগ্ম সম্পাদক মোঃ রাশেদ আহম্মেদ,গৌরনদী প্রেসক্লাব সদস্য লুৎফর রহমান দীপ, মুঃশাহীন, মোঃ কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply