মোঃ কামাল হোসেন, যশোর: যশোরের অভয়নগরে স্ত্রী-দুই কন্যা সন্তানসহ ৩ জনকে গলায় গামছা পিছিয়ে শ্বাস রোধ করে হত্যা করে স্বামী জহিরুল ইসলাম (৩৩) যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেছে।
জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার বসুন্দিয়া জগন্নাথপুর বিশ্বাসপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে।
জানা যায়, ঘটনা ঘটার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (২৮) ও দুই কন্যা সন্তান সুমাইয়া (৯) ও (৩) সাথিয়া(২) এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবাগান এলাকায়।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে জহিরুল ইসলাম তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও দুই কন্যা সন্তানদেরকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসেন। আসার পথে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবাগানে তাদেরকে নিয়ে যান। সেখানে সন্ধ্যা হয়ে এলে জহিরুল ইসলাম তার দুই কন্যা সন্তান ও স্ত্রীকে গলায় গামছা পেছিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর তিনি যশোর সদর থানার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে ঘটনার বর্ণনা করে নিজে আত্মসমর্পণ করেন।
Leave a Reply