নওগাঁ প্রতিনিধিঃ নানা অনিয়ম ও দুর্নীতিতে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । একজন প্রসূতি মা যখন দুই দিন ধরে প্রসব বেদনায় ছটফট করছে তখনই তার সাথে দুর্ব্যবহার করে উনাকে হাসপাতাল থেকে বাহির করে দেওয়া হয়।
এই প্রসূতি মা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে কোলে নিয়ে এই নেককারজনক ঘটনার উপযুক্ত বিচার চান, এছাড়াও অনেক রোগীর অভিযোগ আছে হাসপাতালের বিভিন্ন রকম অনিয়ম নিয়ে।
উপজেলার সিংসাড়া এলাকার মোঃ নাঈম হোসেনের স্ত্রী মোছাঃ হোসনেয়ারা খাতুন অভিযোগ করে বলেন, গত ৩ জুলাই ( রবিবার) বাচ্চা হওয়ার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমার প্রসাব বেদনা হলেও নরমালে বাচ্চা হওয়ানোর জন্য দুই দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর আমাদের সাথে দুর্ব্যবহার করে কাগজ পত্র ছাড়াই বেড় করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আমাকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ২ঘন্টা পর বাচ্চা প্রসব হয়।
লাবনী আক্তার নামে চিকিৎসা নিতে আসা আরও একজন ভুক্তভোগী জানান, এখানে চিকিৎসা সেবা নিতে আসলে ঠিক মত ওসধ পাওয়া যায় না। এছাড়া এখানকার ডাক্তাররা নিজে চিকিৎসা সেবা প্রদান না করে রেফার্ড করতেই বেশ পারদর্শী।
এছাড়া হাসপাতালের সামনে পানি পান করার জন্য একটি মাত্র টিউবয়েল । অপরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পচা পানির গন্ধে পানি পান করা যায় না । ছেলেদের এবং মেয়েদের ব্যবহারের টয়লেট গুলো অপরিষ্কার অনুপযোগী দীর্ঘদিন সেগুলো পরিষ্কার এবং মেরামত করা হয় না।
হাসপাতালে চতুরপার্শে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোছাঃ রোকসানা হ্যাপি বক্তব্য নিতে গেলে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply