সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২০২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ম চত্ত্বরে এসব জেলেদের মৎস্য উপকরণ বেড় জাল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি সকনা দাস, মেরিন ফিসারিজ কর্মকর্তা আরমান হোসেন, ক্ষেত্র সহকারী অর্নব কুমার বিশ্বাস, মাঠ সহায়ক শেখ শুভ, লিফ জিল্লুর রহমান প্রমূখ।এদিন ৫জন করে ৮টি গ্রুপের মোট ৪০জন জেলেদের মাঝে এই বেড় জাল প্রদান করা হয়েছে।
Leave a Reply