এস.এম দুর্জয়: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত এবং ২০২২-২০২৩ অর্থবছরে ১০৩কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮ শত ১টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার কার্যালয় হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌর সচিব রফিকুল হাসানের সঞ্চালনায় প্রস্তাবিত আয়-ব্যায়ের বাজেট ঘোষণা করেন পৌরসভার বার বার নির্বাচিত সফল ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব মোঃআনিছুর রহমান।
এসময় মেয়র বলেন, সরকার পৌরকর্মীদের বেতনসহ কোনো খরচ দেয় না। যা মেটাতে হয় পৌরবাসীর করের টাকায়। তাই সঠিক সময়ে পৌরকর পরিশোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, প্যানেল মেয়র আমজাদ হোসেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র মুহাম্মদ হাবিবুল্লাহ, কাউন্সিলর মোঃ কামরুজ্জামান মন্ডল, মোঃরমিজ উদ্দিন, আলী আজগর বি.কম, হাজী কামাল হোসেন, সাহিদ সরকার , আহমাদুল কবীর মন্ডল, মাসুদ প্রধান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, মমিনা বেগম, আফরোজা ইয়াসমিন, হিসাব রক্ষক কর্মকর্তা ইদ্রিস আলী।
আরো উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী,সকল ওয়ার্ড কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের নাগরিক, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply