মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেন।
সোমবার (২৭ জুন) লালমনিরহাট কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল এর নেতৃত্বে এসআই সাগর কুমার বর্মন, ও সঙ্গীয় ফোর্স সহ কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে ০২ (দুই) কেজি গাঁজা শরীরে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় হরিদাস বর্মন, সৌরভ কুমার রায়,কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং ৪০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেন।
Leave a Reply