মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আজকের পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সোমবার কালীগঞ্জ প্রেসক্লাবে দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা,সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লালমনিরহাট মোঃ রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দৈনিক আজকের পত্রিকাটিকে শুভেচ্ছা ও আগামী দিনগুলোর শুভ কামনা করে উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ সকলে ধন্যবাদ জানিয়ে কেক কেটেন।
আলোচনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম, এনটিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি একেএম মঈনুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার ইউনিয়ের চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস আলম, আজকের পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি,নিয়াজ আহমেদ শিপন, ঢাকাপোষ্ট লালমনিরহাট প্রতিনিধি, হাসমত উল্লাহ, দৈনিক বাংলাদেশ খবর লালমনিরহাট প্রতিনিধি, লালমনিরহাট জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক পত্রিকার এজেন্ট হারুন অর রশিদ, পত্রিকা বিক্রেতা আতিয়ার রহমান, জিয়া হাসান,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply