সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্যদের নিয়ে ২দিন ব্যাপী সক্ষমতা ও জবাবদিহিতা মূলক প্রশিক্ষন বেতাগা লোকসংস্কৃতি মিলনায়তনে রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ওয়ার্ড,ইউনিয়ন ও দেশ কে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হলে দক্ষতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করতে হবে। আর এর জন্য দরকার প্রতিটি ওয়ার্ডে কার্যকর ওয়ার্ড সভা করা। তাহলে জনগনের অংশগ্রহণের মধ্যে দিয়ে কাজ করলে এসডিজি বাস্তবায়ন সম্ভব।
উপজেলা মাধ্যমিক সমন্বয় কমিটির সভাপতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ সবুর আলী,পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতান।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বেতাগা ইউপি সচিব, লখপুর, পিলজংগ, বেতাগা ও শুভদিয়া ইউপি সদস্য বৃন্দ প্রমূখ।
Leave a Reply